প্রধানমন্ত্রীর ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলন মঙ্গলবার

প্রকাশ: জুন ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) সরকারি বাসভবন গণভবনে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার (২১ জুন) দুপুরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সরকারি সফর শেষে শনিবার (২২ জুন) রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে ঢাকা ও নয়াদিল্লি দুটি প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরো সুসংহত করতে সাতটি নতুন ও তিনটি নবায়নকৃতসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫