গল্পে নতুন বাঁক নিয়ে আসছে ওয়ান পিস

প্রকাশ: জুন ২৪, ২০২৪

ফিচার ডেস্ক

অন্যতম দীর্ঘ অ্যানিমে ‘ওয়ান পিস’। ২০ সিজনের বেশি চলেছে এ শো। এবার গল্পের নতুন বাঁক নিয়ে নেটফ্লিক্সে আসছে সিরিজটি। প্রতি সিজনেই এটি নতুন বাঁক নিয়ে আসে এবং এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের গল্পকে বলা হচ্ছে ‘ফিশম্যান আইল্যান্ড আর্ক’। এটি ওয়ান পিসের ২১তম সিজন বা আর্ক।

স্ট্র হ্যাট পাইরেটের নতুন অভিযান গ্রীষ্মে প্রকাশ করার চিন্তা করেছে নেটফ্লিক্স। গ্রীষ্মের গরম সমুদ্রের কথা মনে করায়। সমুদ্র অভিযানের গল্পের জন্য এটিই উপযুক্ত সময়। সেখানেই দেখা যাবে দ্য ফিশম্যান আইল্যান্ডে মাঙ্কি ডি লুফির কাজকর্ম। 

গল্প সম্পর্কে জানানো হয়েছে, স্ট্র হ্যাট পাইরেটকে এবার দেখা যাবে গ্র্যান্ড লাইন ধরে সে আরো এগিয়ে যাচ্ছে ওয়ান পিস খুঁজে পাওয়ার জন্য। এর মাধ্যমে সে হবে নতুন পাইরেট কিং। 

প্রশ্ন হচ্ছে, কোথায় দেখা যাবে এটি? অবশ্যই নেটফ্লিক্সে। আগামী ১ জুলাই স্ট্রিম হবে ওয়ান পিসের নতুন আর্ক। এর আগের ২০ সিজনও দর্শক পাবেন সেখানেই, অর্থাৎ কেউ শুরু থেকে শুরু করতে চাইলেও দেখতে পাবেন নেটফ্লিক্সেই। 

সূত্র: হিন্দুস্তান টাইমস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫