চট্টগ্রামে ১৬ হাজার খামারের ৯৪ শতাংশই অনিবন্ধিত

প্রকাশ: জুন ২৩, ২০২৪

দেবব্রত রায়, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গবাদিপশু-পাখির খামার রয়েছে প্রায় সাড়ে ১৬ হাজার। তবে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধন রয়েছে মাত্র ৯৮৮টি খামারের। নিবন্ধন নেই ১৫ হাজার ৪২৯টি খামারের। অর্থাৎ ৯৪ শতাংশ খামারের নিবন্ধন নেই প্রাণিসম্পদ অধিদপ্তরের।

সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক উদ্দেশ্যে খামার স্থাপন করলে নিবন্ধন বাধ্যতামূলক। খামারে কোন ধরনের গবাদিপশু-পাখি লালন-পালন করা হচ্ছে সেগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরকে জানাতে হয়। অনেক সময় বিদেশ থেকে অবৈধভাবে পশু আমদানি করে লালন-পালন করা হয় অথবা বিক্রির উদ্দেশ্যে খামারে রাখা হয়। নিবন্ধন করা হলে প্রাণিসম্পদ কর্মকর্তারা সঠিক তথ্য সংগ্রহ করে ডাটা সংরক্ষণ করেন। কিন্তু চট্টগ্রামে নিবন্ধনের বিষয়গুলোকে খামারিরা গুরুত্ব দিচ্ছেন না। এ কারণে বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

তবে খামারিরা বলছেন, খামার স্থাপনের আগে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত সনদ, ট্রেড লাইসেন্স, প্রাণিসম্পদ অধিদপ্তরের নিবন্ধনসহ বিভিন্ন অনুমোদনের প্রয়োজন হয়। বেশির ভাগ প্রান্তিক খামারি সেগুলো জানেন না। যারা বড় পরিসরে খামার করেন তাদের সব ধরনের সনদ রয়েছে। বাকি যারা নেননি, তারাও দ্রুত নিবন্ধন নিয়ে খামার পরিচালনা করবেন।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ডেইরি, মহিষ, ছাগল, ভেড়াসহ বিভিন্ন গবাদিপশুর খামার রয়েছে ১৬ হাজার ৪১৭টি। এর মধ্যে নিবন্ধন আছে মাত্র ৯৮৮টির। বাকি ১৫ হাজার ৪২৯টি খামার নিবন্ধন না নিয়েই পরিচালনা করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রামে ডেইরি ফার্ম ৯ হাজার ৭৪২টির মধ্যে নিবন্ধন আছে ৬২৫টির। এখনো নিবন্ধনের বাইরে রয়েছে ৯ হাজার ১১৭টি। ২৬৩টি মহিষের খামার থাকলেও একটিরও নিবন্ধন নেই। ১ হাজার ৮০০টি ছাগলের খামারের মধ্যে নিবন্ধন আছে মাত্র ২৯টির। ভেড়ার খামার ৩৯৫টি থাকলেও একটিরও নিবন্ধন নেই। হৃষ্টপুষ্টকরণ খামার (গরু) ২ হাজার ৬০০টির মধ্যে নিবন্ধন আছে মাত্র ১০টির, হৃষ্টপুষ্টকরণ খামার (মহিষ) ৭২৬টি খামারের কোনোটিরই নিবন্ধন নেই।

এছাড়া লেয়ার মুরগির ৭৭৭টি খামারের মধ্যে নিবন্ধন আছে ১১২টির, ব্রয়লার মুরগির ৪ হাজার ৩৩৬টি খামারের মধ্যে অনুমোদন আছে ১৮৬টির, সোনালী মুরগির ৩৩৭টি খামারের মধ্যে নিবন্ধন আছে দুটির, কবুতরের ৪৮৪টি ও কোয়েল বা টার্কির ২২৯টি খামারের একটিরও নিবন্ধন নেই, এছাড়া হাঁসের ১৭৮টি খামারের মধ্যে মাত্র দুটির নিবন্ধন রয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘চট্টগ্রামে অনেক ডেইরি ফার্ম গড়ে উঠেছে। বাণিজ্যিক ও ব্যক্তিগতভাবে বিভিন্ন খামার গড়ে উঠলেও বেশির ভাগেরই নিবন্ধন নেই। চট্টগ্রামে সব মিলিয়ে প্রায় সাড়ে ১৬ হাজার খামার থাকলেও নিবন্ধন আছে মাত্র হাজারখানেক খামারের। বাণিজ্যিক উদ্দেশ্যে খামার করলে নিবন্ধন নেয়ার নিয়ম রয়েছে। আমরা খামারিদের বিষয়গুলো জানিয়েছি। তারা দ্রুতই নিবন্ধন নেবে বলে আমাদের জানিয়েছেন।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫