ধনকুবের হিন্দুজা পরিবারের চার সদস্যের কারাদণ্ড

প্রকাশ: জুন ২৩, ২০২৪

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজার চার সদস্যকে জেল দিয়েছেন সুইজারল্যান্ডের আদালত। অভিযোগ, জেনেভায় তাদের বাসায় কাজের কথা বলে ভারত থেকে স্টাফ নিয়ে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। ঠিকমতো বেতন দেয়া হয়নি। সুইস আদালত প্রমাণ পেয়েছেন যে প্রকাশ ও কমল হিন্দুজা, তাদের ছেলে অজয় এবং পুত্রবধূ নম্রতা অপরাধী প্রমাণিত হয়েছেন। তারা বেআইনিভাবে কর্মী নিয়োগ করেছেন। এ অপরাধে তাদের সাড়ে চার বছর পর্যন্ত জেল দিয়েছেন আদালত। আইনজীবীরা বলেছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। খবর বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫