চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি

প্রকাশ: জুন ২২, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা পড়ছে কম। তবে বড় স্টেশন মৎস্য বিপণন কেন্দ্রে দক্ষিণাঞ্চল থেকে প্রচুর ইলিশ নিয়ে আসছেন জেলেরা। সরবরাহ বাড়লেও সে তুলনায় দাম কমেনি বলে জানান ক্রেতারা। গতকাল প্রায় ৬৫০ মণ ইলিশ এসেছে মৎস্য বিপণন কেন্দ্রে। তবে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার ৬০০-১ হাজার ৭০০ টাকা দরে। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ২০০-১ হাজার ৪০০ এবং ছোট আকারের ইলিশ ৯০০-১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ীরা জানান, চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে। কর্মচঞ্চল হয়ে উঠেছে বড় স্টেশন মৎস্য বিপণন কেন্দ্র। তবে এ মৌসুমে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা পড়ছে কম। বেশির ভাগই উপকূলীয় এলাকার ইলিশ। সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে ব্যবসা কেন্দ্রটি। মৎস্য অবতরণ কেন্দ্রে অর্ধশত আড়ত থাকলেও স্থানীয় ইলিশ কম দেখা যায়। ইলিশের পাশাপাশি ধরা পড়ছে পাঙাশ মাছও।

চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সাবেক সভাপতি কালু ভূঁইয়া জানান, দক্ষিণাঞ্চল থেকে অনেক ইলিশ আসছে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে এসব ইলিশ বিক্রি করা হবে। ঈদের এ সময়ে স্থানীয় চাহিদা মিটবে।

এ ব্যাপারে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘বর্ষা মৌসুমে ইলিশের সরবরাহ বাড়ে। চাঁদপুরে ইলিশের সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা এ বছর জাটকা সংরক্ষণের কাজটি সফলভাবে করেছি। এটির সুফল সামনে পাওয়া যাবে।’

চাঁদপুরের মতলবের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর ৭০ কিলোমিটার পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে চলতি বছর দুই মাসের নিষেধাজ্ঞা ছিল। এ কারণে ইলিশের উৎপাদন বেড়েছে বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা।

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘অভিযান সফল বলেই নদীতে ইলিশের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ বেড়েছে। তবে ইলিশ নিয়ে জেলেদের হতাশ হওয়ার কারণ নেই। সামনে বড় ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

মৎস্য গবেষক ড. মোহাম্মদ আশরাফুল আলম বণিক বার্তাকে বলেন, ‘নদীতে পর্যাপ্ত ডিম ছেড়েছে ইলিশ। তাই লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলেরা নদীতে ইলিশ পাবেন বলে প্রত্যাশা করছি। এবার ছয় লাখ টন ইলিশ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর পানিতে পর্যাপ্ত খাবার থাকায় বড় বড় পাঙাশ মাছও পাওয়া যাচ্ছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫