৩৪৩ কোটি ডলারে তেরনা এনার্জি কিনে নিল মাসদার

প্রকাশ: জুন ২২, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

আবুধাবিভিত্তিক ক্লিন এনার্জি কোম্পানি মাসদার ২০৩০ সাল নাগাদ ১০০ গিগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতায় অর্জন করতে চায়। এ লক্ষ্য সামনে রেখে গ্রিসের তেরনা এনার্জি অধিগ্রহণ করেছে কোম্পানিটি। ৩৪৩ কোটি ডলার এন্টারপ্রাইজ মূল্যে দুই কোম্পানির মধ্যে এ বিষয়ে চুক্তিও হয়েছে। খবর দ্য ন্যাশনাল।

আবুধাবি ন্যাশনাল এনার্জি কোম্পানির যৌথ মালিকানাধীন কোম্পানি মাসদার। এটি ৪০টি দেশে ব্যবসা পরিচালনা করে আসছে।

লেনদেন শেষে মাসদার প্রাথমিকভাবে তেরনার ৬৭ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। এরপর অবশিষ্ট শেয়ার অধিগ্রহণের জন্য বাধ্যতামূলক দরপত্র আহ্বান করবে।

এ বিষয়ে মাসদারের চেয়ারম্যান এবং সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ড. সুলতান আল জাবের জানান, ব্যবসা সম্প্রসারণের কৌশল হিসেবে এ চুক্তি একটি মাইলফলক। এটি গ্রিসের নবায়নযোগ্য বিদ্যুৎ শক্তির সক্ষমতা উন্নয়নে যথেষ্ট অবদান রাখবে। এ বিনিয়োগ নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে গ্রিস ও ইউরোপের অভিপ্রায় পূরণে সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতি তুলে ধরেছে।

বর্তমানে প্রায় ২০ গিগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করছে মাসদার। চলতি দশকের এ সক্ষমতা ১০০ গিগাওয়াটে সম্প্রসারণ হবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫