স্বর্ণের দাম বেড়েছে বিশ্ববাজারে

প্রকাশ: জুন ২২, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৩ ডলার শূন্য ৬ সেন্ট। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৬ ডলার ৭০ সেন্ট। খবর রয়টার্স।  

বুলিয়নের দাম চলতি সপ্তাহে ১ শতাংশেরও বেশি বেড়েছে। গত সপ্তাহে এটির দাম বেড়েছিল ১ দশমিক ৭ শতাংশ। 

স্পট মার্কেটে রুপার দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য ৩০ ডলার ৩৭ সেন্টে নেমেছে। অন্যদিকে স্পট মার্কেটে গতকাল প্লাটিনামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য ৯৮৬ ডলার শূন্য ৫ সেন্টে পৌঁছেছে। প্যালাডিয়ামের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৯৩৭ ডলার ৫৬ সেন্ট হয়েছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫