টসে হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: জুন ২১, ২০২৪

বণিক বার্তা অনলাইন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। শুক্রবার (২১ জুন) রাত সাড়ে আটটায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এখন ব্যাটিং করছে।

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়া সম্পর্কে বাটলার বলেন, ‘ফ্রেশ উইকেট, দেখতে দারুণ উইকেট মনে হচ্ছে। আশা করছি ভালো একটি রান তাড়া করতে পারব।’

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জশ বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিখ নরকিয়া, ওটনিল বার্টম্যান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫