হার দিয়ে সুপার এইট শুরু বাংলাদেশের

প্রকাশ: জুন ২১, ২০২৪

বণিক বার্তা অনলাইন

গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। আর সবকটি জয়ে বড় অবদান ছিল বোলারদের। তবে সুপার এইটে এসে সেই ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ বাংলাদেশী বোলাররা। এমনকি সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নূন্যতম লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ। ম্যাচে ডিএলএস মেথডে ২৮ রানের জয় পেয়েছে অজিরা।

শুক্রবার (২১ জুন) স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন শান্ত। তাছাড়া ৪০ রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে।

১৪১ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়া দুরন্ত সূচনা করে। ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড ওপেনিং জুটিতে করেন ৬৫ রান। মাঝেই বৃষ্টির বাধা। বৃষ্টি শেষে ম্যাচ মাঠে গড়ালেও ১২ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া।

১১ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ১০০ রান করে অজিরা। ঠিক সে সময় আবার বৃষ্টি হানা দিলে বৃষ্টি আইনে অজিদের বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে প্রথম ওভারেই মিশেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। লিটন দাস ধীর গতিতে ২৫ বল খেললেও আউট হয়েছে ১৬ রানে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪১ রান করেছিলেন। তবে চারে নামা রিশাদ সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন।

পাঁচে নেমে তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। ভালো পরফরম্যান্স দেখাতে পারননি সাকিব আল হাসানও। ১০ বলে করেছেন ৮ রান। তাসকিন করেছেন ৭ বলে ১৩ রান। আর চলতি আসরে প্রথবার দলে সুযোগ পাওয়া শেখ মেহেদী ফিরেছেন শূন্য রানে।

অজিদের হয়ে প্যাট কামিন্স নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। আর অ্যাডাম জাম্পার শিকার ২। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পেরেছিল বাংলাদেশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫