মারা গেছেন অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড

প্রকাশ: জুন ২১, ২০২৪

বণিক বার্তা অনলাইন

মারা গেছেন অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড। বৃহস্পতিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তার মৃত্যু হয়। বিবিসির খবরে বলা হয়, ৮৮ বছর বয়সে মৃত্যু হয় এই কিংবদন্তি অভিনেতার। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

দ্য হাঙ্গার গেমস ও ডোন্ট লুক নাউ সিনেমার জন্য ব্যাপক সুনাম কুড়ানো ডোনাল্ড সাদারল্যান্ডের ছেলে এক বিবৃতিতে জানিয়েছেন, খুব দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি আমার বাবা ডোনাল্ড সাদারল্যান্ড মারা গেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সিনেমার ইতিহাসে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ একজন অভিনেতা ছিলেন।

দ্য ডার্টি ডজনস, এমএএসএইচ এবং ক্লুটে সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন সাদার‌ল্যান্ড। তিনি ১৯৭০ সালে কোরিয়ান যুদ্ধ নিয়ে নির্মিত এমএএসএইচ সিনেমায় হকিয়ে পিয়ার্সের ভূমিকায় অভিনয় করেন। তিনি সবমিলে দুই শতাধিক শো এবং সিনেমায় অভিনয় করেছেন।

কানাডার নিউ ব্রান্সউইকে শহরে সাদারল্যান্ডের জন্ম। রেডিও রিপোর্টার হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ১৯৫৭ সালে কানাডা ছেড়ে লন্ডন চলে যান। লন্ডন একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টে উচ্চশিক্ষা নেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫