কোপায় চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুভসূচনা

প্রকাশ: জুন ২১, ২০২৪

ক্রীড়া ডেস্ক

৪৮তম কোপা আমেরিকায় শুভসূচনা করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ শুক্রবার (২১ জুন) সকালে লিওনেল মেসির দল ২-০ গোলে হারায় কানাডাকে।

৪৯ মিনিটে হুলিয়ান আলভারেজ ও ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করেন।

ম্যাচে আধিপত্য করেছে আর্জেন্টিনা। ৬৫ শতাংশ বল দখলে রাখে মেসির দল। তাদের ৬০৬ পাসের বিপরীতে কানাডা ৩২৮টি পাস দিতে সমর্থ হয়।

আর্জেন্টিনা কোপায় যুগ্মভাবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন। তাদের সমান শিরোপা জিতেছে উরুগুয়ে। ব্রাজিল জিতেছে ৯ বার। ২০২১ সালে ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। পরের বছর মেসিরা জিতেছেন বিশ্বকাপ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫