কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা

প্রকাশ: জুন ২১, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় হাসিবুর রহমান রিজু নামে এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। হামলায় রিজুর দুই পা ও বাম হাত ভেঙে গেছে। দুই হাতের আঙুল, বুক ও মাথায় জখম হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক।

গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার হরিপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। হাসিবুরের বাড়ি হরিপুরে। তিনি স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, হরিপুরের শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হাসিবুরের ওপর হামলা চালায়। পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় তাকে। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫