মধ্যপ্রাচ্যে নির্যাতিত শ্রমিকদের মৃত্যু নিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

হায়াত-মউত আল্লাহর হাতে

প্রকাশ: জুন ২১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে নির্যাতিত হয়ে শ্রমিকদের মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেছেন, ‘‌হায়াত-মউত আল্লাহর হাতে।’ গতকাল মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন জাপানগামী কর্মীর হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার পর এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, ‘মাত্র ৫ হাজার ১৫০ টাকা খরচে সরকারিভাবে জাপান যাচ্ছেন দক্ষ কর্মীরা। আগামী ২৪ ফেব্রুয়ারি ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন। চলতি বছর এ পর্যন্ত জাপানি ভাষায় পারদর্শী ৪৬ জন কর্মী জাপান গেছেন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ২০৮ জন।’

মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় বিষয়ে তিনি বলেন, ‘২৪ জুন তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণে ব্যবস্থাও নেয়া হবে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘অবৈধ পথে বিদেশগামীদের তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে মন্ত্রণালয়।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫