অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখে বাংলাদেশ : হাফিজ

প্রকাশ: জুন ২০, ২০২৪

বণিক বার্তা অনলাইন

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬ টা ৩০ মিনিটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এ ম্যাচে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তবে এক্ষেত্রে উইকেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত তার। 

পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘এটা নির্ভর করবে তারা কোন পিচে খেলছে। উইকেট যদি একটু গ্রিপ থাকে কিংবা একটু স্পিনবান্ধব হয় তাহলে বাংলাদেশ যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে। কারণ তারা বেশ ভালো খেলছে। তাদের স্পিন অ্যাটাক ভালো, পেসাররাও ভালো করছে। কিন্তু ওই ট্র্যাকে ব্যাটিং একটা চ্যালেঞ্জ হবে। উইকেট যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা যে কাউকে চ্যালেঞ্জ করতে পারে।’

অস্ট্রেলিয়া প্রসঙ্গে হাফিজ বলেন, ‘আমার মনে হয় যেকোনো কন্ডিশনে অস্ট্রেলিয়া ভালো দল। কিন্তু এ মুহূর্তে  ভালো একটা বোলিং অ্যাটাক নিয়ে বাংলাদেশ যেভাবে খেলছে তাতে উইকেট তাদের পক্ষে থাকলে তারা চ্যালেঞ্জ জানাতে পারে।’

এদিকে বাংলাদেশকে নিয়ে হাফিজের মন্তব্যের জবাবে অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘তুমি বাংলাদেশের সুযোগ নিয়ে কথা বলছো? অথচ বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি এমন ছিল যে যুক্তরাষ্ট্র তাদের একেবারে পিষে দিয়েছে। আমি অস্ট্রেলিয়ার পক্ষেই থাকব।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫