ইতালিতে অবৈধভাবে যাত্রা

ভূমধ্যসাগরে ১১ জন নিহত, তিনজনই মাদারীপুরের

প্রকাশ: জুন ২০, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, মাদারীপুর

ইতালিতে অবৈধভাবে যাত্রাকালে ভূমধ্যসাগরে ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো ৬৪ জন নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে ২৬ জন শিশু রয়েছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

ইতালির দক্ষিণ উপকূলে অভিবাসন প্রত্যাশী নিহত ১১ জনের মধ্যে ৩ জনই মাদারীপুরের বাসিন্দা ছিলেন। নিহতদের পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।

আলী হাওলাদার

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে আলী হাওলাদার সম্প্রতি দুবাই হয়ে লিবিয়া পৌঁছায়। এর আগেও একবার সমদ্রপথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ব্যর্থ হন তিনি। নিহত আলী হাওলাদার ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রাফিন (৬) ও রাবেয়া (১) নামের ২ সন্তান রয়েছে তার। দরিদ্র আলী হাওলাদার ধার দেনা করে পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় ১৫ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে লিবিয়া হয়ে ইতালি যাত্রা করে।

মঙ্গলবার আলী অন্যদের সঙ্গে সাগর পাড়ি দিতে গেলে দুর্ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয়। নিহত ১১ জনের মধ্যে আরো ৩ জন মাদারীপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে শিবচরের সাব্বির হোসেন নামের একজন রয়েছে বলে জানিয়েছে আলী হাওলাদারের পরিবার। এছাড়া আরো একজনের পরিচয় পাওয়া যায়নি। মাদারীপুরের এ ৩ জনসহ ওই নিহত ১১ জন ডুবে যাওয়া ট্রলারটির ইঞ্জিন রুমে ছিল। আলীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে শোকের মাতম চলছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫