শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ

প্রকাশ: জুন ২০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে এন্টিগায় অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। আগামীকাল শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৬টায় শুরু হবে এ ম্যাচ।

গ্রুপ পর্বে শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। এবার সুপার এইটে খেলতে হবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের বিপক্ষে। শনিবার (২২ জুন) রাতে ভারতের বিপক্ষে ও তার তিনদিন পর আফগানিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫