কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলা, ভেঙে দেয়া হলো হাত-পা

প্রকাশ: জুন ২০, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক ও এশিয়ান টিভির কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক হাসিবুর রহমান রিজুর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় সদর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হাসিবুরের বাড়ি হরিপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসিবুরের ওপর হামলা চালায়। তার শরীরের বিভিন্ন অংশে কাঠের টুকরো দিয়ে পেটানো হয়, একই সঙ্গে ছুরিকাঘাত করা হয়। এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।

এলাকা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানিয়েছেন, হামলায় রিজুর দুই পা ভেঙে গেছে। বাম হাতের কবজি ভেঙে গেছে। দুই হাতের আঙুল, বুক ও মাথায় গুরুতর জখম হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। থানায় এখনো মামলা হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫