মৃত হজযাত্রীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

প্রকাশ: জুন ২০, ২০২৪

বণিক বার্তা অনলাইন

সৌদি আরবে চলমান তাপপ্রবাহের কারণে চলতি বছর হজের শুরু থেকে এখন পর্যন্ত হজযাত্রীর মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। খবর ই্য়াহু নিউজ।

সারা বিশ্ব থেকে প্রায় ১৮ লাখ মানুষ এ বছর হজের উদ্দেশ্যে সৌদি আরব যান। চলতি বছর হজ শুরু হয়েছে গত ১৪ জুন থেকে।

এদিকে সৌদির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। 

বিদেশি হজযাত্রীদের অনেকেই মক্কার তীব্র গরমে অভ্যস্ত নন। তাছাড়া এ হজযাত্রীদের মধ্যে এমন হাজার হাজার যাত্রী রয়েছেন, যারা বিধি মেনে সৌদিতে প্রবেশ করেননি। ফলে প্রখর তাপপ্রবাহ থেকে সুরক্ষা নিশ্চিতে যাত্রীদের জন্য যেসব সুবিধা ও পরিষেবা বরাদ্দ করেছে সৌদির সরকার, সেসব তারা পাচ্ছেন না। অবৈধভাবে সৌদিতে প্রবেশ করা এ যাত্রীরা এমনকি থাকা, খাওয়া এবং এয়ার কন্ডিশন সুবিধাও পাননি। 

এছাড়া চলতি বছর সৌদি আরবে মোট ২৭ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। বুধবার (১৯ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। 



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫