যুদ্ধাপরাধে অভিযুক্ত কুদ্দস খানকে গ্রেফতার করেছে এটিইউ

প্রকাশ: জুন ২০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি মো. রুহুল কুদ্দস খান ওরফে কুদ্দস খানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল যশোর থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

পুলিশ জানায়, এটিইউর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। যশোরের ঝুমঝুমপুর বিসিক শিল্প নগরী এলাকা থেকে কুদ্দস খানকে গ্রেফতার করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। আট বছর পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫