সরকারের কারণে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে: রিজভী

প্রকাশ: জুন ২০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সরকারের কারণে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‌গণবিরোধী সরকারের কারণে দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। গ্যাস ও বিদ্যুতের দামও বেড়েছে। গ্রামগঞ্জে কখন বিদ্যুৎ আসে-যায়, তার কোনো ঠিক-ঠিকানা নেই।’ গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এমন অভিযোগ করেন। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘১৫ মিনিট, আধা ঘণ্টার জন্য বিদ্যুৎ আসে, এরপর উধাও হয়ে যায়। ঈদ উপলক্ষে যে গোস্ত, তা নষ্ট হয়ে গেছে বিদ্যুৎ ও গ্যাসের অভাবে। যে উন্নয়ন নিয়ে সরকার গর্ব করে, সেটি হচ্ছে থুথু দিয়ে ছেঁড়া টাকা যেমন জোড়া লাগানো যায়, সরকারের উন্নয়নও এমনি। থুতু দিয়ে জোড়া লাগানো উন্নয়ন। এখন ধপাস করে পড়ে গিয়ে সব ভেঙেচুরে তছনছ হয়ে যাচ্ছে।’

তথাকথিত উন্নয়নের নামে সরকার তার ঘনিষ্ঠ লোকদের লুটপাটের সুযোগ করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ওয়াসার পচা পানির দাম ৭ শতাংশ বেড়েছে।’ নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘বিক্ষোভ মিছিলে যে আওয়াজ তুলেছেন, এটি ন্যায়সংগত। এটি জনগণের দাবি। গণদাবি। হয়তো সরকার আমাদের মিছিলে গুলি করবে, লাঠিচার্জ করবে, নেতাকর্মীদের ক্রসফায়ার করবে। আমাদের থামলে চলবে না। রাজপথে নামতে হবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫