ক্যাশ কালেকশনে বিকাশের বি২বি সলিউশন ব্যবহার করবে সিঙ্গার

প্রকাশ: জুন ২০, ২০২৪

বিকাশের বি২বি (বিজনেস টু বিজনেস) কালেকশন সলিউশন ব্যবহার করবে দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি এ লক্ষ্যে বিকাশ ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ঈ্ইদ এমরে শেনওলুর। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বি২বি এ সেবায় প্রতিষ্ঠানটির মাঠপর্যায়ে সরবরাহ চেইনে আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে ক্যাশবিহীন, স্বচ্ছ ও নিরাপদ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫