আগামী বছর থেকে কারখানায় ব্যবহার হবে টেসলার হিউম্যানয়েড

প্রকাশ: জুন ২০, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

আগামী বছর থেকে টেসলার কারখানায় অপ্টিমাস হিউম্যানয়েড রোবট কাজ শুরু করবে। সম্প্রতি এ পরিকল্পনার ঘোষণা দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সম্প্রতি কোম্পানির শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠকে ইলন মাস্ক এক হাজার ইউনিট অপ্টিমাস হিউম্যানয়েড রোবট ব্যবহারের কথা জানান। খবর টেকটাইমস।

বৈঠকে মাস্ক বলেন, ‘‌কারখানায় রোবটের ব্যবহার বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। টেসলা প্রতিটি অপটিমাস রোবট ১০ হাজার ডলারে নির্মাণ করে ২০ হাজার ডলারে বিক্রি করতে পারবে।’

তিনি বলেন, ‘‌ভবিষ্যৎ বাজারে বার্ষিক ১০০ কোটি হিউম্যানয়েড রোবটের চাহিদা তৈরি হবে। এ বাজারের কমপক্ষে ১০ শতাংশ রোবট  টেসলা সরবরাহ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইলন মাস্ক।’

এক হাজার অপ্টিমাস রোবট ব্যবহার চালুর পরিকল্পনা জানালেও এগুলো কোন ক্ষেত্রে কাজ করবে সেটা এখনো জানাননি টেসলাপ্রধান। তিনি বলেন, ‘‌২০২৬ সালে অপ্টিমাস হিউম্যানয়েড রোবটে আরো পরিবর্তন আনা হবে। রোবটটির সফটওয়্যারটি সম্পূর্ণরূপে কাস্টমাইজ করা হবে, ফলে গ্রাহকরা নির্দিষ্ট প্রয়োজন অনুসারে রোবটটি ব্যবহার করতে পারবেন।’

টেসলা কয়েক বছর ধরে অপ্টিমাস হিউম্যানয়েড রোবট নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। গত বছরের প্রদর্শনীতে অপ্টিমাস হিউম্যানয়েড রোবটের এমন একটি সংস্করণ দেখানো হয়েছে, যার পা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ফলে রোবটটি ভারী বস্তুও উঠাতে পারবে। প্রযুক্তিবিদদের মতে, এতে কারখানায় দুর্ঘটনার হারও কমে আসবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫