মোটরসাইকেল, ইজিবাইকের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে: ওবায়দুল কাদের

প্রকাশ: জুন ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে দেশে সড়ক দুর্ঘটনা বেশি ঘটছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (১৯ জুন) সচিবালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে এটা খুব দুর্ভাগ্যজনক। ইদানীং যে দুর্ঘটনাগুলো ঘটছে, তার মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই বেশি হচ্ছে। দুর্ঘটনার চিত্র দেখলে দেখা যাবে যে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে সবচেয়ে বেশি দুর্ঘটনায় পড়ছে। এরপর আছে ইজিবাইক। তারাও এটি বেপরোয়া গতিতে চালাচ্ছেন। সড়ক থেকে এ বাহনগুলো বাদ দেয়ার উপায় নেই। এজন্য সচিবকে বলা হয়েছে দ্রুত নীতিমালা করার জন্য।

তিনি বলেন, সড়কে ঈদযাত্রা অনেকটা ভালো হয়েছে। কিন্তু ফিরতি পথের বিষয়টি এখনো রয়েছে। এদিকে অনেকটা নজর কম থাকে তাই দুর্ঘটনাও ঘটে অনেক সময়। তাই ফিরতি পথটাও এখন দেখতে হবে।

প্রসঙ্গত. বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, এবার ঈদের আগে ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত দেশে ৯৫টি দুর্ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৯২ জনের। আহত হয়েছেন আরো ১০৪ জন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫