পুরানের ব্যাটে ক্যারিবীয়দের রেকর্ড সংগ্রহ

প্রকাশ: জুন ১৮, ২০২৪

ক্রীড়া ডেস্ক

এক ম্যাচেই একাধিক রেকর্ড হলো, আরো হওয়ার অপেক্ষায়। আজ মঙ্গলবার সেন্ট লুসিয়ায় ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে ও চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২১৮ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ, যা চলতি আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

 

এর আগের সর্বোচ্চ ২০১ রান করেছিল অস্ট্রেলিয়া, ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে ২০১ রান তুলেছিল শ্রীলংকা।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসেই ওয়েস্ট ইন্ডিজের রান পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ ২৬০ রান তোলার রেকর্ড রয়েছে শ্রীলংকার। ২০০৭ সালের বিশ্বকাপে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান তোলার কীর্তি আছে লংকানদের। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ২৩০, ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ২২৯ রান ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৪ উইকেটে ২১৮ রান তোলার রেকর্ড রয়েছে। তার পরেই এখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর।

 

এদিন চলতি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও হয়েছে। আজ ৫৩ বলে ৮ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, যা চলতি আসরে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ। এমনকি এবার নব্বইয়ের উপরে স্কোর হয়েছে মাত্র দুটি। পুরান ছাড়া ৯৪ রান করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ৪০ বলে ১০ ছক্কায় ৯৪ রান করেছিলেন তিনি। আজ পুরান ৮ ছক্কা ও ৬ বাউন্ডারিতে সাজিয়েছেন টর্নেডো ইনিংসটি।

 

এছাড়া জনসন চার্লস ২৭ বলে ৪৩, শাই হোপ ১৭ বলে ২৫, রভম্যান পাওয়েল ১৫ বলে ২৬ রান করেন।  

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫