এটা তো সম্ভব না যে প্রতিদিনই বোলাররা জেতাবে: শান্ত

প্রকাশ: জুন ১৭, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

ফর্মটা ভীষণ খারাপ যাচ্ছে নাজমুল হোসেন শান্তর। বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচ তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৭, ১৪, ১ ও ৪ রান। তার ও সতীর্থদের ব্যাট না হাসলেও বোলারদের কৃতিত্বে বাংলাদেশ ঠিকই উঠে গেছে সুপার এইটে। তাই ভীষণ খুশি বাংলাদেশ দলনায়ক। সেইসঙ্গে বলেছেন, ব্যাটারদের ভালো করতে হবে, কেননা প্রতিদিনই বোলাররা জেতাবে না।

 

বিশ্বকাপের ২০ দলের মধ্যে সেরা আট দলের একটি হতে পেরে আনন্দিত শান্ত আজ জয় শেষে বলেন, ‘আমরা যেভাবে খেলে ম্যাচটি জিতেছি তাতে অনেক আনন্দিত। আশাকরি, এমন বোলিং আমরা করে যাব। আশাকরি, পরের রাউন্ডে আমাদের ব্যাটিংয়ে উন্নতি হবে। আমরা হয়তো বড় স্কোর পাইনি, তবে এই বিশ্বাস ছিল যে আমাদের এই স্কোর ডিফেন্ড করার সামর্থ্য আছে যদি দ্রুত কিছু উইকেট নিতে পারি। আসলে এই ফরম্যাটের ক্রিকেটে বোলিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশাকরি বোলাররা ফর্ম ধরে রাখবে।’

 

তবে দলের ব্যাটিং নিয়ে তিনি হতাশই। অধিনায়ক বলেন, ‘এটা তো আসলে সম্ভব না যে প্রতিদিনই বোলাররা জেতাবে। আমি আশা করব, প্রতিদিনই জেতাক। কিন্তু ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না, এটা সবাই চেষ্টা করছে বের করার। কিন্তু কোনোভাবেই হচ্ছে না এবং এটা গ্রহণযোগ্য নয়। সত্যি বলতে এই উইকেট ১৪০-১৫০ রান করার মতো হয়তো ছিল। কিন্তু সেটা আমরা করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য এটা চিন্তার একটা কারণ।’

 

টানা জয়ে সুপার এইটে ওঠা ও ফর্ম ধরে রাখা নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম সব সময় গুরুত্বপূর্ণ। আমাদের এখন রের রাউন্ড নিয়ে পরিকল্পনা করতে হবে ও তা বাস্তবায়ন করতে হবে।’

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫