সেন্ট ভিনসেন্টে ঈদ উদযাপন করলেন মাহমুদউল্লাহ-সাকিবরা

প্রকাশ: জুন ১৬, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশে ঈদুল-আজহা উদযাপিত হবে সোমবার (১৭ জুন)। ঢাকা থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা ঈদ উদযাপন করলেন আজ রোববার। যুক্তরাষ্ট্রসহ আমেরিকার দেশগুলোতে আজ সোমবার ঈদুল-আজহা উদযাপিত হয়। বিশ্বকাপ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট ভিনসেন্টে থাকা টাইগাররা আজ স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন। এরপর তাদের জন্য ছিল ঈদের বিশেষ ভোজ।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।


 

ঈদ উদযাপনের পর কাল ভোর সাড়ে ৫টায় গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে নাজমুল হোসেন শান্তর দল। এই সুপার এইটে ওঠার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলে বাংলাদেশ উঠে যাবে সুপার এইটে। আর বাংলাদেশ হারলে কাল আরেক ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে সুপার এইটে ওঠার চেষ্টা করবে নেদারল্যান্ডস।

 

অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর দলসেরা খেলোয়াড় সাকিব আল হাসান বলেছেন, নেপালকে হারিয়ে বাংলাদেশের মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে চান তারা।   


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫