লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ

প্রকাশ: জুন ১৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে  ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। এ উপলক্ষে রোববার (১৬ জুন) সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার দক্ষিন পূর্ব নোয়াগাঁও তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা মাঠে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম খান । 

একই দিনে জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াগাঁও, জয়পুরার বলোড়া, বিঘা, হোটাটিয়া, শরশৈ, কানপুর, রামগঞ্জ পৌরসভার জাহাঙ্গীর টাওয়ার ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদরের বশিকপুর গ্রামসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি  ঈদুল আজহা উদযাপন করছেন।

মাওলানা ইসহাকের (র) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এসব গ্রামের মুসল্লীরা গত ৩৬ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

আজ ঈদুল আযহা পালন করার কারণ হিসেবে মাওলানা মুফতি আমিনুল ইসলাম খান বলেন, হানাফি মাযহাব অনুসারে  প্রথম চন্দ্র দেখাকেই ধর্তব্য মানতে হবে,  এবং সে অনুযায়ী ইসলামের যাবতীয় কার্যাবলি পালন করা উচিত। আঞ্চলিকতা কিংবা ভূখণ্গডত ভাবে নয়।  



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫