গাইবান্ধায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

প্রকাশ: জুন ১৬, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছে কয়েকটি গ্রামের কিছু মুসল্লি

প্রচলিত নিয়মানুসারে এলাকায় একদিন আগেই ঈদ পালন করায় স্থানীয়দের মাঝে আলোচনা-সমালোচনার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে

১৬ জুন সকাল সাড়ে ৮টার দিকে জেলার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিরা উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদের ভেতর ঈদের নামাজ আদায় করেন ঈদের নামাজে ইমামতি খুতবা পাঠ করেন হাফেজ মশিউর রহমান

সকাল থেকেই জেলার সদর উপজেলা, পলাশবাড়ী সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হেঁটে, বাইসাইকেল, মোটরসাইকেল নিয়ে তালুক ঘোড়াবান্ধা মধ্যপাড়ায় জড়ো হতে থাকেন মুসল্লিরা বৃষ্টির কারণে তারা মসজিদের ভেতরে ঈদুল আজহার নামাজ আদায় করেন

ঈদের নামাজে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শিশুসহ ২৫-৩০ মুসল্লি অংশ নেন নামাজ শেষে মুসল্লিরা যথানিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে ন্যের সঙ্গে কোলাকুলি করেন নামাজ শেষে তারা পশু কোরবানি দেন

নামাজে আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়তেই আজ সকালে বৃষ্টি উপেক্ষা করে এখানে এসেছি সবাই মিলে ঈদুল আজহার নামাজ আদায় করলাম এভাবেই নয় বছর ধরে ঈদ কোরবানি করে আসছি

এদিকে একদিন আগে ঈদ পালনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫