ঈদযাত্রা ২০২৪

বাড়ি ফেরা মানুষের জন্য রাস্তায় নেই পর্যাপ্ত যানবাহন

প্রকাশ: জুন ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাত পোহালেই ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ করতে ঈদের আগের দিনও বাড়ি ফিরছেন মানুষ। সকাল থেকেই বাস কাউন্টারে অপেক্ষা করছেন অনেকে। বাস পেলেই রওনা হচ্ছেন বাড়ির পথে।

রোববার (১৬ জুন) সকালে রাজধানীর ধোলাইপাড়, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

যাত্রীরা বলছেন, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির উদ্দেশে যাত্রা তাদের। তবে পর্যাপ্ত যানবাহনের অভাবের কথাও বলছেন তারা। গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।  

ঈদ করতে বাড়ির পথে রওনা হয়েছেন মো. কাওসার। ধোলাইপাড়ে গাড়ির জন্য অপেক্ষমাণ কাওসার বলেন, অনেকক্ষণ ধরে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। বাড়িতে বাবা-মাসহ সবাই আছে, তাদের সঙ্গে ঈদ করব। তবে গাড়ি পাচ্ছি না।

সায়েদাবাদে নোয়াখালীর বাসের জন্য অপেক্ষমাণ শিমুল ভূঁইয়া বলেন, গতকাল (শনিবার) অফিস ছিল, তাই আজ বাড়ি যাচ্ছি। রাস্তা ফাঁকা থাকবে সেজন্য আজ যাচ্ছি। পরিবারের লোকজনকে আগেই পাঠিয়ে দিয়েছি। আজ একা যাবো, তাই খুব বেশি চিন্তা করছি না। ভাড়া ১০০ টাকা বেশি নিচ্ছে। কিছু করার নেই।

মিজান পরিবহনের স্টাফ আজিজুল মিয়া বলেন, সকাল থেকেই যাত্রীদের চাপ আছে। গতকালও যাত্রী ছিল ভালোই। ঈদের আগে আজ শেষ দিনেও মানুষ যাচ্ছে অনেক। আমাদের গাড়ি এলেই যাত্রীতে ভরে যাচ্ছে। আমরা বেশি ভাড়া নিচ্ছি না। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫