চলতি সপ্তাহে ভারতে স্বর্ণের চাহিদা কমেছে

প্রকাশ: জুন ১৬, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

স্বর্ণের দাম সম্প্রতি আগের তুলনায় কিছুটা কমেছে। তা সত্ত্বেও ভারতে চলতি সপ্তাহে স্বর্ণের চাহিদা নিম্নমুখী ধারা বজায় রেখেছে। সামনে কোনো উৎসব মৌসুম না থাকা দেশটিতে এ মূল্যবান ধাতুর চাহিদা কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয়ে বেসরকারি ব্যাংকের মুম্বাইভিত্তিক এক  ডিলার বলেন, ‘‌দাম আরো কমতে পারে এ আশায় ভোক্তারা স্বর্ণ ক্রয় কমিয়ে দিয়েছেন।’ আহমেদাবাদভিত্তিক এক ডিলার বলেন, ‘‌দেশে বিয়ের মৌসুম প্রায় শেষ। তাই গয়না বিক্রেতারা মজুদ পূরণের জন্য তাড়াহুড়ো করছেন না।’ 

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণের ভোক্তা দেশ ও প্রধান আমদানিকারক। গত শুক্রবার দেশটিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণ ৭১ হাজার ৫০০ রুপিতে বিক্রি হয়েছে। এর আগের মাসে এ দাম রেকর্ড সর্বোচ্চ ৭৪ হাজার ৪৪২ রুপিতে পৌঁছেছিল। এছাড়া চলতি সপ্তাহে ভারতীয় বিক্রেতারা ১৫ শতাংশ আমদানি এবং ৩ শতাংশ বিক্রয় শুল্কসহ অফিশিয়াল অভ্যন্তরীণ দামে আউন্সপ্রতি ১০ ডলার পর্যন্ত ডিসকাউন্ট অফার করেছেন। গত সপ্তাহে এ ডিসকাউন্টের পরিমাণ ছিল ১৪ ডলার। 

অন্যদিকে এশিয়ার আরেক শীর্ষ ভোক্তা দেশ চীনেও চলতি সপ্তাহে স্বর্ণের চাহিদা কমেছে। স্পট মার্কেটে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় দেশটিতে এ মূল্যবান ধাতুর চাহিদা কমেছে। 

এ বিষয়ে এমকেএস পিএএমপির গ্রেটার চায়নার আঞ্চলিক পরিচালক বার্নার্ড সিন বলেন, ‘‌চীনের গয়না বিক্রয় বর্তমানে হুমকির সম্মুখীন। স্বর্ণের দাম বাড়ার কারণে ভোক্তা কমে যাওয়ায় এটির চাহিদা কমেছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫