কমিক বুক সিনেমা নিয়ে অভিজ্ঞতা জানালেন রাসেল ক্রো

প্রকাশ: জুন ১৬, ২০২৪

ফিচার ডেস্ক

কমিক গল্পের সিনেমার জন্য অভিনেতা রাসেল ক্রো পরিচিত নাম। সুপারম্যানের বাবার চরিত্র কিংবা ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে জিউসের ভূমিকায়ও দেখা গেছে রাসেলকে। এবার তাকে সোনি প্রডাকশনের ‘ক্র্যাভেন দ্য হান্টার’-এ ক্র্যাভেনের বাবার চরিত্রে দেখা যাবে খুব শিগগির। 

সম্প্রতি ব্রিটিশ জিকিউ ম্যাগাজিন অস্কার বিজয়ী এ অভিনেতা থেকে ডাকোটা জনসনের সুপারহিরো সিনেমা ও এ ধরনের সিনেমা বানানোর অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন,"‘ম্যাডাম ওয়েব’"সিনেমাটিকে একটি শিল্পের মতো মনে হয়েছিল, এ ধরনের জাতীয় চলচ্চিত্র তৈরি করা যেকোনো ভাবেই গভীর ভাবনা।’ 

তবে অন্য কারো তৈরি করা সুপারহিরো সিনেমা নিয়ে রাসেল খুব বেশি কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘অন্য কেউ কী বলেছে বা তাদের অভিজ্ঞতা কী, তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’ 

ক্রো মনে করেন, সুপারহিরো সিনেমাগুলো তৈরি করা যেকোনো পরিচালকের কাছেই চ্যালেঞ্জিং হতে পারে। ‘কারণ এ ধরনের সিনেমা নির্মাণের জন্য পর্দার বিপরীতে কাজ করা প্রয়োজন। যেখানে আপনাকে আপনার চরিত্রের অভ্যন্তরীণ কৌশলগুলোর পাশাপাশি আরো অনেক কিছু প্রমাণ করতে হবে। কিন্তু কিছু করার জন্য এবং আপনি সরাসরি এ বিষয়গুলো নিয়ে মন্তব্য করতে পারবেন না। কারণ আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, আমি জানি না সে কত কিছুর মধ্য দিয়ে গেছে। এটিও সত্যি, আপনাকে একটি সিনেমা তৈরির সময় অনেক ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হতে পারে। ’ 

তবে মার্ভেল সিরিজ নিয়ে ক্রোর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার খারাপ কোনো অভিজ্ঞতা হয়নি। আমি বলতে চাই ‘থর’-এ কাজ করতে গিয়ে আমার কাছে প্রতিদিনই নতুন কিছু মনে হয়েছে। এটি ছিল একটি মার্ভেল মুভি। নির্মাতা তাইকা ওয়েটিতির আলাদা জগৎ। এছাড়া ‘ক্র্যাভেন’-এ নির্মাতা জেসির সঙ্গ পাওয়াও ভালো অভিজ্ঞতা। আমি সেখানে খুব হালকাভাবে কাজ করেছি যেন তরুণ অভিনেতারা আরো ভালোভাবে ক্যামেরার সামনে নিজেদের চরিত্রকে তুলে ধরতে পারে।’ 

সেই সঙ্গে রাসেল আরো যোগ করেছেন, এ পরিচালকদের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি জেনেছেন, এদের প্রত্যেকের কাজের নির্দিষ্ট কিছু দক্ষতা রয়েছে। প্রত্যেকেই প্রতিভাবান। 

অন্য একটি সাক্ষাৎকারে রাসেল স্বীকার করেছেন, তিনি অবাক হননি ম্যাডাম ওয়েবের মতো সিনেমা যখন বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। ‘চলচ্চিত্র একজন চলচ্চিত্র নির্মাতা ও তার চারপাশের শিল্পীদের একটি দল দিয়ে তৈরি করা হয়। আপনি সংখ্যা ও অ্যালগরিদমের ওপর ভিত্তি করে শিল্প করতে পারবেন না। দর্শকরা অনেক স্মার্ট। এমনকি যদি এআই দিয়ে চলচ্চিত্র তৈরি করা শুরু হয়, মানুষ সেগুলো দেখতে পছন্দ করবে না,’ বলেছেন অভিনেতা রাসেল ক্রো। তাকে এ বছর দেখা যাবে সুপারহিরো সিনেমা ক্র্যাভেন দ্য হান্টারে। সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ১৩ ডিসেম্বর।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫