সেন্ট মার্টিন রক্ষায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে —ওবায়দুল কাদের

প্রকাশ: জুন ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। আমরা আক্রান্ত হলে জবাব দেব। আমরা নিজেদের এত খাটো করে দেখি কেন? আমরাও প্রস্তুত আছি। আমরা আক্রমণ করব না; কিন্তু আক্রমণ হলে আমরা কি ছেড়ে দেব; আমাদের তো আত্মরক্ষা করতে হবে।’ গতকাল রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেন্ট মার্টিন বেদখল হয়ে গেলে বাংলাদেশ কোন প্রক্রিয়ায় সার্বভৌমত্ব রক্ষা করবে, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরে কিছু সংঘর্ষ চলছে। ৫৪টা গোষ্ঠী রয়েছে, যাদের কারো সঙ্গে কারো মিল নেই। রাখাইনে আরাকান বিদ্রোহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে যাচ্ছে। ওদের অভ্যন্তরীণ সংঘাতের জন্য আমরা যদি সাফার করি, সেটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশটিতে সামরিক সরকার ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। আলাপ-আলোচনার দরজা এখনো খোলা আছে।’ 

এ ইস্যুতে জাতিসংঘের নিষ্ক্রিয়তার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘‌দুঃখজনক; জাতিসংঘ নখদন্তহীন হয়ে পড়েছে। তাদের কথা ইসরায়েল শোনে না; বড় বড় দেশও শোনে না।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫