হিলিতে শুকনা মরিচের দাম কমেছে

প্রকাশ: জুন ১৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে। বাজারগুলোয় পর্যাপ্ত সরবরাহ থাকায় এ মসলাপণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই শুকনা মরিচের যথেষ্ট সরবরাহ রয়েছে। এ বাজারগুলোয় সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কেজিতে প্রায় ৪০ টাকা কমেছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচের দাম ছিল ২৮০-৩২০ টাকা। বর্তমানে তা কমে ২৪০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। 

হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘এ অঞ্চলের মধ্যে শুকনা মরিচের সবচেয়ে বড় মোকাম পঞ্চগড়। সম্প্রতি পঞ্চগড় থেকে শুকনা মরিচ বাজারে আসতে শুরু করেছে, যা দাম কমার পেছনে ভূমিকা রাখছে। এছাড়া কিছুদিন আগে দেশে কাঁচামরিচের দাম অনেকটাই কম ছিল, যার কারণে কৃষক তাদের উৎপাদিত কাঁচামরিচ শুকিয়ে সবাই শুকনা মরিচ করেছেন। সেসব শুকনা মরিচ এখন তারা বাজারে ছাড়তে শুরু করেছেন।’

তিনি আরো বলেন, সরবরাহ বাড়ায় মোকামগুলোয় শুকনা মরিচের দাম এক সপ্তাহ আগে ছিল মণপ্রতি ১০-১২ হাজার টাকা। বর্তমানে তা কমে মণপ্রতি ৮-১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মোকামে দাম কমায় খুচরা বাজারেও আমরা শুকনা মরিচ কম দামে বিক্রি করতে পারছি। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন ব্যবসায়ীরা বাড়াতে না পারেন সেজন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটর করা হচ্ছে। আমরা দায়িত্বপূর্ণ এলাকার হাট-বাজারগুলোয় গিয়ে ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের মেমো দেখছি। কোনো অসংগতি দেখা গেলে আর্থিক জরিমানা করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫