জাপানের এক-পঞ্চমাংশ কোম্পানি রেকর্ড মুনাফা করবে

প্রকাশ: জুন ১৪, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

জাপানের প্রতি পাঁচটি কোম্পানির মধ্যে একটি চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ নিট মুনাফা অর্জন করতে যাচ্ছে। এতে বড় ধরনের ভূমিকা রাখবে পরিষেবা খাত। বিদেশী পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় খাতটি রেকর্ড মুনাফা করবে। নিক্কেই এশিয়ার এক বিশ্লেষণে এ পূর্বাভাস দেয়া হয়েছে।

২০২৫ সালের মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরের জন্য ২ হাজার ২০টি কোম্পানির মুনাফাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৭ শতাংশ বা ৩৭৭টি কোম্পানি রেকর্ড মুনাফা অর্জন করবে বলে পূর্বাভাস দিয়েছে নিক্কেইএশিয়া।

এগিয়ে থাকা খাতের মধ্যে রয়েছে পরিষেবা ও সুনির্দিষ্ট চাহিদাভিত্তিক ব্যবসায় উদ্যোগগুলো। একই সময়ে অটোমোবাইল, বৈদ্যুতিক যন্ত্রাংশ নির্মাতা, ইস্পাত ও জ্বালানি তেল কোম্পানিগুলোর লাভ কমে যাবে।

গাড়ি চলাচল বৃদ্ধি ও অনলাইন পেমেন্টের পরিমাণ বাড়ায় জাপানের শীর্ষ পার্কিং লট ব্যবস্থাপনা কোম্পানি আমানোর মুনাফা টানা দ্বিতীয় বছরের মতো বাড়বে। চলতি বছর কোম্পানির মুনাফা ১৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৪৫০ কোটি ইয়েনে পৌঁছবে। অগ্নি নিরাপত্তা খাতের শীর্ষ কোম্পানি হোচিকির মুনাফা রেকর্ড ৫৭০ কোটি ইয়েন ছাড়িয়ে যাবে।

উত্তর আমেরিকা ও ভারত মহাসাগর এলাকার ১৭টি স্যাটেলাইট পরিচালনা করে স্কাই পারফেক্ট জেএসএটি হোল্ডিংস। জাপানের একমাত্র স্যাটেলাইট পরিচালনা কোম্পানিটি চলতি অর্থবছরে ১ হাজার ৮০০ কোটি ইয়েন মুনাফা করতে পারে।

গত অর্থবছরে পরিষেবা খাতের ১২৮টি কোম্পানি রেকর্ড মুনাফা অর্জন করেছিল। এ বছর এমন কোম্পানির সংখ্যা ১২৭। এর মধ্যে অধিকাংশ কোম্পানি পর্যটকদের সেবা দিয়ে বেশির ভাগ মুনাফা অর্জন করেছে।

এছাড়া হোটেল খাতের কোরিৎসু মেইনটেন্যান্স, রেলসেবায় কেইকো অ্যান্ড সোটেতসু, রেস্টুরেন্ট চেইন ইয়াওকো ও জেনশো হোল্ডিংস, সফটওয়্যার নির্মাতা ওবিক, বিনোদন পরিষেবা দেয়া ওরিয়েন্টাল ল্যান্ড প্রজেক্ট ও ফুজ কিয়োকোর মতো সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিশীল কোম্পানিগুলো চলতি অর্থবছরে রেকর্ড লাভের মুখ দেখবে।

পরিষেবা খাতে মুনাফা বাড়লেও পাঁচ বছরের মধ্যে সার্বিকভাবে জাপানি কোম্পানিগুলো ২ শতাংশ মুনাফা হারাবে। শিল্প খাতে এ হার সবচেয়ে বেশি। চলতি বছরে জাপানের অটোমোবাইল খাতে মুনাফা ২০ শতাংশ কমে যেতে পারে। এছাড়া ইস্পাত ও জ্বালানি তেল কোম্পানিগুলোর মুনাফা যথাক্রমে ২৩ ও ৩১ শতাংশ হারে কমে যাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ডলারের বিপরীতে ইয়েনকে শক্তিশালী ধরে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে জাপানের বৃহৎ বাজার চীনের অর্থনীতিতে খানিকটা শ্লথগতি দেখা যাচ্ছে। ফলে রফতানিনির্ভর ইস্পাত বা জ্বালানি তেলের মতো পণ্যের বাজার খারাপ যেতে পারে।

তবে জাপানের শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ডাইওয়া অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান কৌশলী কেংসুকে তোগাশি বলেন, ‘‌ডলারের বিপরীতে ইয়েনের বিনিময়মূল্য কম ধরা হলে আরো কোম্পানি রেকর্ড মুনাফা অর্জনকারীর তালিকায় আসবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫