জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

প্রকাশ: জুন ১৩, ২০২৪

বণিক বার্তা অনলাইন

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৩ জুন) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলেছে, বুধবার (১২ জুন) শহরটির একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু আছে। এর আগে এ ঘটনায় চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

হামলার ঘটনার পর জরুরি পরিষেবা সংস্থা, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শুরু করেন। ঘটনাস্থলে আনা হয় অনুসন্ধানকাজে ব্যবহার করা কুকুর। 

হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনকে অবশ্যই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫