বাজেটের অর্থ কোথায় যাচ্ছে, প্রশ্ন তোলা উচিত: সাবেক পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: জুন ১১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাজেটের অর্থ কোথায় যাচ্ছে, সেটার বিষয়ে আলোচনা ও প্রশ্ন তোলা উচিত। বিনিয়োগ ছাড়া তো কিছুই হবে না। আমরা কোথায় বিনিয়োগ করব। ইহজগত না পরজগতে, চিন্তাভাবনার একটা বিষয় আছে। ভূতলে বিনিয়োগ করব না পাতালে বিনিয়োগ করব। কয়েক বছর সরকারে থেকে প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি যে যথেষ্ট বিনিয়োগ, বড় বিনিয়োগ পাতালে হচ্ছে। যার থেকে রিটার্ন ইহজগতে আমি আশা করছি না।’

‘প্রস্তাবিত বাজেট ২০২৪-২৫: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে সম্মাননীয় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১১ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাবির প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) এই আয়োজন করে।

সাবেক এ মন্ত্রী বলেন, ‘দারিদ্র্য বিমোচন বেশি প্রিয় বিষয় এ দেশে। তার চেয়ে বেশি প্রয়োজন ন্যায্যতা নিশ্চিত করা। দারিদ্র্য একদিনে গড়ে ওঠেনি। প্রকট অবিচার আছে গ্রামে। দৃশ্যমান অবিচার আছে। যেগুলো আমাদের আইন-কানুন ও বিধি-বিধানও সমর্থন করে। দরিদ্ররা অবিচারের কারণে আরো দরিদ্র হচ্ছে।’

এম এ মান্নান বলেন, ‘গরিব মানুষ যে জলাশয় থেকে আমিষের চাহিদা মেটাবে সেটা আমরা ইজারা দিচ্ছি। আমি দুর্নীতি নিয়ে চিন্তিত নই। অপচয় নিয়ে চিন্তিত।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫