স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে

প্রকাশ: জুন ১১, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রত্যাশা  ক্ষীণ হয়ে আসায় এ বাজারে স্বর্ণের দাম বেড়েছে। খবর রয়টার্স ও ডেক্কান হেরাল্ড। 

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি স্বর্ণের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৩০৪ ডলার ৯২ সেন্ট। একই দিনে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ কমেছে। গতকাল এ বাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম ২ হাজার ৩২৩ ডলার ২০ সেন্টে নেমেছে। গত শুক্রবার বুলিয়নের দাম আগের দিনের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কমে গিয়েছিল। 

এদিকে গতকাল স্পট মার্কেটে রুপার দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২৯ ডলার ৭৭ সেন্টে। প্লাটিনামের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়ে ৯৬৪ ডলার ৭৩ সেন্টে পৌঁছেছে। স্পট মার্কেটে প্যালাডিয়ামের দাম বেড়েছে দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ৯১৮ ডলার ৫৫ সেন্টে। 

এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতীয় স্বর্ণের বাজার গত বছরের একই সময়ের তুলনায় ৬-৭ শতাংশ বেড়েছে, যার দাম দাঁড়ায় প্রায় ৭৫ হাজার কোটি টাকা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ইন্ডিয়ার আঞ্চলিক সিইও শচীন জৈন এ তথ্য জানিয়েছেন। 

গত শুক্রবার ভারতের ইনফরমা মার্কেটস আয়োজিত হায়দরাবাদ জুয়েলারি পার্ল অ্যান্ড জেম ফেয়ারের (এইচজেএফ) ১৬ সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় শচীন জৈন বলেন, ‘ভারতীয় স্বর্ণের বাজার অসাধারণ স্থিতিস্থাপকতা এবং প্রসারতা দেখিয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় ৭ শতাংশ বেড়েছে, যার দাম প্রায় ৭৫ হাজার কোটি টাকা। গত বছরের একই সময় এ পরিমাণ ছিল ৬৫-৬৬ হাজার কোটি টাকা।’ 

শচীন জৈন বলেন, ‘দাম বাড়তি থাকা সত্ত্বেও খুচরা বাজারে স্বর্ণের যথেষ্ট চাহিদা রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকও সম্প্রতি উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ কিনছে। চলতি বছরজুড়েই ভারতে স্বর্ণের ব্যবহার ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখবে বলে অনুমান করা হচ্ছে। এ সময় দেশটি ৭০০-৮০০ টন স্বর্ণ ব্যবহার করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় ভারতের ইনফরমা মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক, যোগেশ মুদ্রাস বলেন, ‘ভারতের গহনা শিল্প আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। তাই এটির ব্যবহার ও রফতানি দেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।’

ভারত বিশ্বের অন্যতম শীর্ষ স্বর্ণ ব্যবহারকারী দেশ। বৈশ্বিক চাহিদার বড় একটি অংশই আসে দেশটি থেকে। বিভিন্ন উৎসব মৌসুমে ভারতে স্বর্ণের ব্যবহার আরো বেড়ে যায়। দেশটি সবচেয়ে বেশি স্বর্ণ আমদানি করে সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, পেরু ও ঘানা থেকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫