তুরস্কে ১০ বিলিয়ন ডলারের সুইস বিনিয়োগ

প্রকাশ: জুন ১১, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

তুরস্কে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে সুইজারল্যান্ডের ৩০০টি কোম্পানি। আঙ্কারার সুইস চেম্বার অব কমার্সের চেয়ারম্যান অরপাট সেনোকাক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর টিআরটি।

সুইস কমার্স অব চেম্বারের প্রধান বলেন, ‘নতুন অর্থনৈতিক নীতির কারণে তুরস্কে দীর্ঘমেয়াদি সুইস বিনিয়োগ বাড়ছে। বিভিন্ন কোম্পানি তুরস্কের বাজারে প্রবেশের ইচ্ছা প্রকাশ করছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ সুইস কোম্পানি ১ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে।’

অরপাট সেনোকাক বলেন, ‘বিনিয়োগের এ প্রবৃদ্ধি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে চেম্বারের মূল উদ্দেশ্য হলো ১৬০টি সদস্য সংস্থার সঙ্গে দুই দেশের ব্যবসায়িক বোঝাপড়া তৈরি করা।’

তুরস্কের অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ সুইজারল্যান্ড। দেশটির আর্থিক পরিষেবা থেকে শুরু করে খাদ্য ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সুইস বিনিয়োগ বাড়ছে। 

অরপাট সেনোকাক বলেন, ‘আরো অনেক সংস্থা তুরস্কের বাজারে প্রবেশ করতে চায়। কারণ প্রায় প্রতিটি ক্ষেত্রেই তুরস্ক সম্পর্কে সুইজারল্যান্ডে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। এক্ষেত্রে সঠিক সময়ে নিজেদের উপস্থিতি নিশ্চিত করার সুযোগগুলো মূল্যায়ন করছে বিভিন্ন সংস্থা।’

তিনি জানান, তুরস্ক ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ অনেক বছর ধরে ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। দুই দেশের রফতানি ও আমদানির পরিমাণও প্রায় একই স্তরে রয়েছে।

সেনোকাক আরো বলেন, ‘গত কয়েক বছর ধরে তুরস্কের অর্থনীতিতে নানা সংকটে ভুগছে। এ অবস্থা সত্ত্বেও সম্প্রতি সরকার বিনিয়োগসংক্রান্ত যে নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেছে তা ইতিবাচক। নীতিগুলোর বাস্তবায়ন বিদেশী বিনিয়োগকারীদের ইতিবাচকভাবে প্রভাবিত করেছে।’

তিনি জানান, সুইস কোম্পানিগুলো তুরস্কে স্বল্পমেয়াদি বিনিয়োগ করে না। সুইস চেম্বারে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ৬০ এমনকি ১০০ বছর ধরে তুরস্কের বাজারে বিনিয়োগ করে আসছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫