বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: জুন ১০, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 

এই মাঠে আগের তিন ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে আগে ব্যাটিং করা দলগুলো। ব্যতিক্রম শুধু ভারত, যারা ১১৯ রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে হারিয়েছে। শুরুতে ব্যাটিং করলে বিপদ, এটা জেনেও আজ টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে দলটির অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যবহৃত উইকেটে খেলা হবে বলেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

 

আজ বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন বামহাতি ওপেনিং ব্যাটার সৌম্য সরকার। তিনি আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। আজ তার জায়গা নিয়েছেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক।


 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, জাকের আলী, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও ওট্টনিল বার্টম্যান। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫