চার পর্যটককে মহাকাশে ঘুরিয়ে আনল ভার্জিন গ্যালাকটিক

প্রকাশ: জুন ১০, ২০২৪

এক ঘণ্টার ফ্লাইটে চার পর্যটককে মহাকাশে সফলভাবে ঘুরিয়ে এনেছে স্পেস ট্যুরিজম কোম্পানি ভার্জিন গ্যালাকটিক। গ্যালাকটিক ০৭ শিরোনামের মিশনটি চার পর্যটককে প্রায় ৮৯ কিলোমিটার উচ্চতায় নিয়ে গিয়েছিল। মিশনটি শনিবার নিউ মেক্সিকোয় স্পেসপোর্ট আমেরিকা থেকে যাত্রা করে এবং একই স্থানে ফিরে আসে। শনিবার এ তথ্য জানান কোম্পানিটির প্রতিষ্ঠাতা রিচার্ড ব্যানসন। মহাকাশে এ যাত্রাকে ভার্জিনের ভিএসএস ইউনিটির শেষ বাণিজ্যিক যাত্রা বলে উল্লেখ করেছে ভার্জিন গ্যালাকটিক। কোম্পানিটি এখন চতুর্থ প্রজন্মের স্পেসশিপ তৈরি করছে, যার বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে ২০২৬ সালে। খবর ও ছবি রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫