বিশ্বকাপে নবাগত উগান্ডার সর্বনিম্ন রানের রেকর্ড

প্রকাশ: জুন ১০, ২০২৪

ক্রীড়া ডেস্ক

নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে নবাগত উগান্ডা প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়ে হেরেছে ১২৫ রানে। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারালেও ফের হেরে বসেছে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে। সঙ্গে জুটেছে লজ্জার এক রেকর্ড। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৭৪ রান তাড়া করতে নেমে তারা গুটিয়ে গেছে মাত্র ৩৯ রানে, হেরেছে ১৩৪ রানে। এর মধ্য দিয়ে বিশ্বকাপে সবচেয়ে কম রানে আলআউট হওয়ার লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। তাদের মতোই ৩৯ রানে অলআউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড আছে নেদারল্যান্ডসের। 

এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। এছাড়া নেদারল্যান্ডসের ৪৪, ওয়েস্ট ইন্ডিজের ৫৫, উগান্ডার ৫৮ ও নিউজিল্যান্ডের ৬০ রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ৭০, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের আজকের জয়টি রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথমে আছে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকার ১৭২ রানের জয়টি।

বাংলাদেশ সময় গতকাল সকালে প্রভিডেন্সে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে গিয়ে বামহাতি অর্থোডক্স স্পিনার আকিল হোসেনের ঘূর্ণির সামনে পড়ে ১২ ওভারে ৩৯ রানে অলআউট হয়ে গেছে উগান্ডা। আকিল হোসেন ৪ ওভারে ১১ রান দিয়ে একাই নেন ৫ উইকেট।

টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। ৮ বলে ১৩ রান করা ব্রেন্ডন কিংকে ফিরিয়ে এ জুটি ভাঙেন আলপেস রমজানি। তিন নম্বরে খেলতে নামা নিকোলাস পুরান ফেরেন ব্রায়ান মাসাবাকে ফিরতি ক্যাচ দিয়ে। কোনো ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ বড় করতে না পারলেও ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে ক্যারিবীয়রা। সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার জনসন চার্লস। এছাড়া আন্দ্রে রাসেল ১৭ বলে ৩০, রভম্যান পাওয়েল ১৮ বলে ২৩, শেরফান রাদারফোর্ড ১৬ বলে ২২ ও নিকোলাস পুরান ১৭ বলে ২২ রান করেন। উগান্ডার হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নেন মাসাবা। ম্যাচসেরা হয়েছেন আকিল হোসেন।

এদিকে শনিবার রাতে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ হারে গ্রুপ পর্বেই বড় পরীক্ষার মুখে পড়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় স্কটল্যান্ডের কাছে পয়েন্ট খোয়ায় জস বাটলারের দল। এবার অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায়ের ঝুঁকিতে তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ২০১ রানের সৌধ গড়ে অজিরা। এটিই চলতি টুর্নামেন্টে প্রথম দুশোর্ধ্ব সংগ্রহ। পরে অজিদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৬ উইকেটে ১৬৫ রান তুলতে সমর্থ হয় ইংল্যান্ড। ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫