টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

প্রকাশ: জুন ০৯, ২০২৪

ক্রীড়া ডেস্ক

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান দলনায়ক বাবর আজম। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলার শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে ৩০ মিনিট বিলম্বিত হচ্ছে।

 

ভারত প্রথম ম্যাচে হারিয়েছে আয়ারল্যান্ডকে। পাকিস্তান প্রথম ম্যাচে সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে অঘটনের শিকার হয়।

 

চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রেকর্ড ভীষণ দুর্বল পাকিস্তানের। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের মাঠে পাওয়া জয়টি ছাড়া ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটের বিশ্বকাপেই তারা ভারতকে হারাতে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতবারের লড়াইয়ে একটি জিতেছে পাকিস্তান, ভারত জিতেছে ৫টি। বাকি ম্যাচটি টাই হয়, যাতে ভারত সুপার ওভারে জিতেছে। বাবরদের দুর্বল রেকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে বর্তমান ফর্ম।

 

পাকিস্তান একাদশ থেকে বাদ পড়েছেন আজম খান, তার জায়গা নিয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ভারতীয় একাদশে কোনো পরিবর্তন নেই।

 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ আমির।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫