ঈদের নাটকে জুটি হলেন নাসিম ও মম

প্রকাশ: জুন ০৯, ২০২৪

ফিচার প্রতিবেদক

নন্দিত অভিনেতা আহসান হাবিব নাসিম। আর নাটকের পাশাপাশি এখন ওটিটি ও সিনেমার জনপ্রিয় মুখ জাকিয়া বারী মম। এবার তারা একত্র হচ্ছেন ঈদের নাটকে। ‘অবিরাম দেবদাস’ নাটকে দেখা যাবে তাদের। নাটকটি পরিচালনা করেছেন যুবরাজ খান। আর এর গল্প নন্দিত নির্মাতা বদরুল আনাম সৌদের।

এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গলের নানা লোকেশনে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, ‘অবিরাম দেবদাস-নাটকের গল্পটা দারুণ। নাট্যকারের লেখার প্রশংসা করতেই হয়। আর যুবরাজ খান প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন বিধায় তার কাজের ধরন আলাদা হয়, কাজও হয় বেশ গুছানো পরিপাটি।’

এ নাটকে মমর অভিনয় নিয়ে তিনি বলেন, ‘নিঃসন্দেহে মম একজন গুণী অভিনেত্রী। একজন পরিণত অভিনেত্রী। এক কথায় চমৎকার অভিনয় করে। এ নাটকে আমরা দুজন স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমাদের দুজনের মধ্যে কাজের বোঝাপড়াটা চমৎকার। কারণ এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি।’

নাসিম ও মম আগেও জুটি হয়ে অভিনয় করেছেন। সর্বশেষ রশীদুল হক পাশার নির্দেশনায় ‘গন্তব্যহীন’ নাটকে অভিনয় করেছেন তারা। 

নাসিম অনেকদিন ধরে অভিনয় করছেন। একসময় শিক্ষকতা করতেন তিনি। পরবর্তী সময়ে এটি ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোযোগী হন। এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনয়ে এখন অনেকটাই পরিণত। বহুমাত্রিক চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে আহসান হাবিব ও জাকিয়া বারী মম অভিনীত অবিরাম দেবদাস নাটকটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫