বিআইডিএসের সেমিনার

‘অপ্রদর্শিত সম্পদের কর ১৫ শতাংশে বেঁধে রাখা ন্যায্যতার বিরোধী’

প্রকাশ: জুন ০৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অপ্রদর্শিত সম্পদ প্রদর্শিত করার সুযোগ দেয়া যায়। তবে এক্ষেত্রে ১৫ শতাংশ কর আরোপ করা কর ন্যায্যতার বিরোধী বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

শনিবার (৮ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএসের সেমিনার কক্ষে প্রথমবারের মতো বাজেট পর্যালোচনার আয়োজন করা হয়। এতে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন বলেন, অপদর্শিত সম্পদের কর ১৫, ২০, ৩০ বা ৩৫ শতাংশ হতে পরে। সম্পদের ওপর ভিত্তি করে তা নির্ধারিত হওয়া উচিত। এটা নির্দিষ্ট করে বেঁধে ফেলা উচিত না।

ঋণ খেলাপী নিয়ে তিনি বলেন, ঋণ পুনঃফসিলের সুযোগ ৪ বার দেয়া উচিত না। এটা আগে ২ বার ছিল। ৪ বারে এটা ১২ বছর হয়ে যায়। এ সময়ে অর্থনীতির অবস্থা বদলে যায়। তাই এই দীর্ঘ সময়ে ঝুঁকি তৈরি হয়। কেন আমরা অযথা এ ঝুঁকি নেব?


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫