ছয় শর্তে খুলে দেয়া হলো সাদাপাথর পর্যটন কেন্দ্র

প্রকাশ: জুন ০৮, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, সিলেট

সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র আজ থেকে দর্শনার্থীর জন্য খুলে দেয়া হবে। তবে সেক্ষেত্রে মানতে হবে ছয়টি শর্ত। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পর্যটন উন্নয়ন কমিটির আহ্বায়ক সুনজিত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নির্দেশনা না মানার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও উল্লেখ করা হয়। তবে গতকাল সাদাপাথর এলাকায় কোনো পর্যটকের দেখা মেলেনি বলে জানান স্থানীয়রা।

সাদাপাথর খুলে দেয়ার শর্তগুলো হলো সব ধরনের নৌকায় লাইফ জ্যাকেট থাকতে হবে এবং লাইফ জ্যাকেট পরিয়ে ঘাট থেকে নৌকা ছাড়তে হবে, পর্যটকরা পানিতে নামতে পারবেন না বা পানিতে নেমে সাঁতার কাটতে পারবেন না, বর্ষা মৌসুমে পর্যটকরা শিশুদের নিয়ে যাতে না আসেন, সে বিষয়ে তাদের নিরুৎসাহিত করা হয়েছে, নৌকায় উঠে হইহুল্লোড় করা যাবে না, মাঝিরা পর্যটকদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করবেন ও আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।

এর আগে ৩০ মে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। এজন্য সাদাপাথরসহ সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫