চলতি সপ্তাহে ভিয়েতনামি চালের দাম কমেছে

প্রকাশ: জুন ০৮, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ভিয়েতনামের চালের দাম চলতি সপ্তাহে কমেছে। দেশটিতে যথেষ্ট সরবরাহ থাকায় এ সময় পণ্যটির দাম নিম্নমুখী ছিল বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম গত সপ্তাহে ছিল ৫৮০-৫৮৫ ডলার। চলতি সপ্তাহের বৃহস্পতিবার তা কমে ৫৭৫-৫৮০ ডলারে নেমেছে। এ বিষয়ে হো চি মিন সিটির এক ব্যবসায়ী বলেন, ‘‌দেশে প্রয়োজনীয় সরবরাহ থাকায় চালের দাম কমেছে।’ ভিয়েতনামের রাষ্ট্রীয় এক গণমাধ্যম কং থুং দেশের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, চলতি বছর ভিয়েতনামে ৪ কোটি ৩০ লাখ টন ধান উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ভারত থেকে রফতানীকৃত চালের দাম চলতি সপ্তাহে বেড়েছে। শীর্ষ রফতানিকারক দেশটির ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৫৩৫-৫৪৩ ডলার। চলতি সপ্তাহে তা বেড়ে টনপ্রতি ৫২৯-৫৪৬ ডলারে পৌঁছেছে। এ বিষয়ে মুম্বাইভিত্তিক এক চাল ব্যবসায়ী বলেন, ‘‌অন্যান্য দেশের তুলনায় ভারতীয় চালের দাম কম থাকায় রফতানিকারদের কাছে চাহিদা বেড়েছে। বাড়তি চাহিদা দেশটিতে চালের দাম বাড়তে প্রভাব ফেলছে।’

থাইল্যান্ডের চালের দাম চলতি সপ্তাহে স্থিতিশীল ছিল। এ সময় দেশটির ৫ শতাংশ ভাঙা চাল টনপ্রতি ৬৩০ ডলারে বিক্রি হয়েছে। স্থিতিশীল চাহিদার কারণে দেশটির চালের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘‌ফিলিপাইন, ব্রাজিল ও আফ্রিকার মতো দেশগুলোয় থাই চালের চাহিদা রয়েছে। তবে দামে প্রভাব ফেলতে পারে—এমন কোনো চুক্তি চলতি সপ্তাহে হয়নি।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫