চীনের তামা আমদানি ১৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে

প্রকাশ: জুন ০৮, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

চীনে মে মাসে তামা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির শুল্ক বিভাগ।

শীর্ষ ব্যবহারকারী দেশটি গত বছরের মে মাসে ৪ লাখ ৪৪ হাজার ১০ টন তামা আমদানি করেছিল। চলতি বছরের মে মাসে তা বেড়ে ৫ লাখ ১৪ হাজার টনে দাঁড়িয়েছে। অন্যদিকে মে মাসে চীনের তামা আমদানি এপ্রিলের তুলনায় বেড়েছে ১৭ দশমিক ৪ শতাংশ।

প্রতিবেদনে শুল্ক বিভাগ আরো জানায়, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীন ২৩ লাখ ৩০ হাজার টন অগঠিত তামা ও তামাজাত পণ্য আমদানি করেছে, যা গত বছরের একই সময় থেকে ৮ দশমিক ৮ শতাংশ বেশি। তবে মে মাসে চীনের তামার কনসেন্ট্রেট আমদানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। এ সময় দেশটি মোট ২২ লাখ ৬০ হাজার টন আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ কম।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীন মোট ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার টন তামা আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫