কর্মীকে দেখতে বস্তিতেও যেতেন শাহরুখ

প্রকাশ: জুন ০৭, ২০২৪

ফিচার ডেস্ক

প্রায় ৩০ বছর ধরে ভারতীয় সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মনোরঞ্জন করে আসছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অভিনয় দিয়ে দর্শকের মন জয়ের পাশাপাশি নানা জনহিতকর কাজ করেন। নিজের চারপাশের মানুষের প্রতিও তিনি গভীর যত্নবান। ভারতীয় কৌতুক অভিনেতা সুনীল পাল সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, আগে শাহরুখ বস্তিতে যেতেন কারণ তার একজন কর্মী সেখানে থাকতেন। জানা যায়, যখনই কোনো বিশেষ উপলক্ষ থাকত তখনই তিনি চুপচাপ গভীর রাতে তাকে দেখতে যেতেন।

বলিউড বাবলকে সুনীল বলেন, ‘শাহরুখের কর্মী সুভাষ, যিনি এখন আর বেঁচে নেই সে আমাদের বস্তিতে থাকত, যেখানে আমি ভাড়ায় থাকতাম। শাহরুখ খান প্রতি চার-ছয় মাসের মধ্যে একবার হলেও তার বাড়িতে আসতেন। কখনো তার বাচ্চার জন্মদিন বা অন্য কোনো উপলক্ষ থাকলেও তিনি দেখতে যেতেন। শাহরুখ আসতেন গভীর রাত প্রায় ১২টা থেকে ১টার দিকে। যখন বস্তি অনেক নীরব থাকত। তিনি চুপচাপ আসতেন, ১০-১৫ মিনিট থাকতেন, তারপর চলে যেতেন।’ 

একই আড্ডায় সুনীল সিঙ্গাপুর সফরের সময় এসআরকের সঙ্গে সাক্ষাৎকারের কথাও স্মরণ করেছিলেন। তিনি বলেন, ‘আমি সিঙ্গাপুরে বেড়াতে গিয়েছিলাম, যেখানে মোরানি ভাইরা (হিন্দি ফিল্ম প্রযোজক) আমাকে ২০ হাজার রুপি দিয়েছিলেন। সেখানে স্টেডিয়ামে একটি শো অনুষ্ঠিত হয়েছিল এবং আমার মনে আছে অনুষ্ঠানের পর শাহরুখ আমিসহ প্রত্যেক শিল্পীকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন গণেশ হেগড়েও। তিনি আমাকে গ্রিনরুমে এসে শাহরুখের সামনে পারফর্ম করতে বলেছিলেন।’ 

সেই সঙ্গে একইভাবে সুনীল উল্লেখ করেছেন, তিনি একবার আমির খানের জন্যও অভিনয় করেছিলেন। তিনি বলেন, ‘পরিচালক আশুতোষ গোয়ারিকর আমাকে আমির খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং আমি তাকে অভিনয় নকল করে দেখিয়েছিলাম। আমির খান সম্পর্কে আমি মনে করি, তিনি শিল্পীর অভিনয় গ্রহণ বা প্রত্যাখ্যান করার চিন্তা না করে তার আত্মবিশ্বাস বাড়ানোর দিকে মনোনিবেশ করেছিলেন। শাহরুখ ও আমির তারকা, কারণ তারা অন্য শিল্পীদের সম্মান করেন এবং তাদের মনে অহংকার নেই। এ সুপারস্টাররা শিল্পী ও তাদের নৈপুণ্যকে সম্মান করেন। আসলে তারা এতটাই সরল ও নম্র যে আমির মেঝেতে সবার সঙ্গে বসে আলোচনা করতেও দ্বিধাবোধ করেন না। ’ 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫