বরাদ্দ কমেছে গৃহায়ণ ও গণপূর্তে

প্রকাশ: জুন ০৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ছয় হাজার ৯২৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটে যার পরিমাণ ছিল সাত হাজার ২৫ কোটি টাকা। গত বছরের তুলনায় নতুন অর্থবছরের বাজেটে ৯৬ কোটি টাকা কম বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

মন্ত্রী বলেন, মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট পাঁচ লাখ ৭৮ হাজার ৩১২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

রাজধানী ঢাকার অবকাঠামোগত মানোন্নয়নের উদ্দেশ্যে ২০২২-৩৫ মেয়াদে ডিটেইলড এরিয়ে প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে কাজ চলছে। এ ছাড়াও চট্টগ্রাম, খুলনা, কক্সবাজারের ডিটেইলড এরিয়া প্ল্যানসহ মহাপরিকল্পনা প্রণয়নের কাজও চলমান।

মন্ত্রী আরো বলেন, ঢাকা শহরের বেসরকারি ভবনসমূহের ভূমিকম্প ঝুঁকি নিরূপণ এবং রংপুর ও সিলেট সিটি করপোরেশন এলাকায় সংবেদনশীলতার ডাটাবেস প্রস্তুতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫