নরেন্দ্র মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

প্রকাশ: জুন ০৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিজয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে এ কথা বলা হয়।

এর জবাবে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডল বার্তায় বলা হয়, ‘‌আন্তরিক শুভেচ্ছার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্ব প্রবৃদ্ধি দেখেছে। আমাদের জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরো শক্তিশালী করতে আমি একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’

নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‌আপনার শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এ বিজয় সম্ভব হয়েছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরো এগিয়ে যাবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫